টুইটারের মতো ‍‍‘থ্রেড‍’ অ্যাপ আনছে মেটা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২৩, ১২:২০ এএম

টুইটারের মতো ‍‍‘থ্রেড‍’  অ্যাপ আনছে মেটা

টুইটারের অনুকরণে থ্রেডস অ্যাপ আনতে যাচ্ছে মেটা। আগামী বৃহস্পতিবারই অ্যাপটি উন্মোচন করা হবে। অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোরে এরই মধ্যে অ্যাপটি তালিকাভুক্ত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এটি আসলে ইনস্টাগ্রামের ‘টেক্সট বেসড কনভারসেশন অ্যাপ’। একই ‘ইউজার নেম’ দিয়ে এই ফটো শেয়ারিং প্লাটফর্ম থেকেই থ্রেডের পোস্ট দেখা যাবে।

‘থ্রেডস’-এর মাধ্যমে শুধু টেক্সট করা যাবে। অ্যাপটিকে যোগাযোগের জন্য সেভাবেই প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপটি ফ্রিতে ব্যবহার করা যাবে। পোস্ট দেখার কোনো সীমাবদ্ধতা থাকবে না। প্রথমে অ্যাপটি আলাদাভাবে লঞ্চ করা হবে, পরে এটিকে ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত করে দেওয়া যাবে।

Link copied!